আমি হেরে যাই
অসীম কুমার মন্ডল
মাত্রাবৃত্ত ৬+৬+৬+৬
সমাজের নেতা আমি ধনঞ্জয়,
আমাকেই মানে সমাজ সভায়।
অন্তরে সর্বদা করে থাকি পন,
ন্যায় নীতি আর সত্যের পালন।
রাজ কাজে ফাঁকি নাহি দিব আর,
সুসম বন্ঠন হবে জনতার।
সেদিন বিকেলে লাখ টাকা দিয়ে,
দীনুর আকুতি চাকরিটা নিয়ে।
ঘরের লক্ষীকে কি করে ঠেলি,
টাকা নিয়ে তাই অনিয়মে চলি।
টাকা দিয়ে সুজা বলে দেখ ভাই,
এ বিচারে মোর জেতা কিন্তু চাই।
এমন বললে মন গলে যায়,
কতোক্ষণ আর থাকি নিরদয়।
সন্ধ্যায় ললিতা দেয় ভালোবাসা,
একটা চাকুরি তার বড্ড আশা।
অসহায় নারী কি করে ফেরাই,
মানবতা কাছে আমি হেরে যাই।।
অসীম কুমার মন্ডল
মাত্রাবৃত্ত ৬+৬+৬+৬
সমাজের নেতা আমি ধনঞ্জয়,
আমাকেই মানে সমাজ সভায়।
অন্তরে সর্বদা করে থাকি পন,
ন্যায় নীতি আর সত্যের পালন।
রাজ কাজে ফাঁকি নাহি দিব আর,
সুসম বন্ঠন হবে জনতার।
সেদিন বিকেলে লাখ টাকা দিয়ে,
দীনুর আকুতি চাকরিটা নিয়ে।
ঘরের লক্ষীকে কি করে ঠেলি,
টাকা নিয়ে তাই অনিয়মে চলি।
টাকা দিয়ে সুজা বলে দেখ ভাই,
এ বিচারে মোর জেতা কিন্তু চাই।
এমন বললে মন গলে যায়,
কতোক্ষণ আর থাকি নিরদয়।
সন্ধ্যায় ললিতা দেয় ভালোবাসা,
একটা চাকুরি তার বড্ড আশা।
অসহায় নারী কি করে ফেরাই,
মানবতা কাছে আমি হেরে যাই।।
0 মন্তব্যসমূহ