শিরোনামঃ ★ মেডেল ★
অসীম কুমার মন্ডল
আসেন দাদা আসেন কাছে শুনেন দিয়া মন,
মেডেল আছে হরেক রকম যাহার চাই যেমন।
মেডেল পরলে করবে সবাই সেলাম সেলাম ভাই,
ভাববে তুমি কতোই মহান তার তুলনা নাই।
হাতে মেডেল গলায় মেডেল
মেডেল ঘরে অফিসে,
যেথায় যেথায় লোকের নজর
রাখতে পারো হরিসে।
সত্য মিথ্যা কাজের বিচার কোনো বালাই নাই,
ইচ্ছে মতো পরতে পারো যাহার যেটা চাই!
কে দিয়েছে কোথায় পেলে তার খবর কে রাখে?
কে কতোটা মেডেল পরলো সেইতো লোকে দ্যাখে।
ছেচড়া চোরা কি জুয়াড়ি
চাইলে পাবে মেডেল,
ছেলে বুড়ো আবাল বনি
সবতো একই লেবেল।
সমাজ সেবক দ্বীনবন্ধু সৎপাত্র যোগ্য নেতা,
জনদরদী চরিত্রবান সেচ্চাসেবক দেশপ্রেমী।
এমন অনেক দামী মেডেল পাবে সস্তা দামে,
যতো পারো পছন্দসই লাগাও নিজের নামে।
ছন্দঃ স্বরবৃত্ত
১৬/০১/২০২১
ঢাকা।
0 মন্তব্যসমূহ