---------------------------বয়কট--------------------
অসীম কুমার মন্ডল
২৩/০৫/ ২০২০
সময় এসেছে আজ চারিদিকে চলে ধর্মঘট,
রুখে দাও শোষণ ওদের করো সবে বয়কট!
তুমি আমি ফলাই ফসল গড়ে তুলি ইমারত,
আমাদের ফলে ওদের বাহাদুরি
নেয় কৈফিয়ত!
বুভূক্ষের আগুন জ্বলে শরীরের শিরায় শিরায়,
আমরা চেয়ে থাকি শুধু দুমুঠো
উচ্ছিষ্টের আশায়।
তুমি আমি বট বৃক্ষ ওরা তো কেবল স্বর্ণ লতিকা,
আমাদের দেহ ও রক্তে বাঁচে যতো
পরগাছা জাতিকা।
সময় এসেছে আজ মুখ খুলিবার শির তুলিবার,
এভাবে আর কতো সইবে
অন্যায় অত্যাচার?
দিকে দিকে ছড়িয়ে দাও মুক্তির জয় জয়কার,
কৃষক শ্রমিক মজুর খেটে খাওয়া
মেহনতী জনতার।
রক্তে আগুন জ্বেলে প্রতিবাদী সুরা করো পান,
অনিয়ম আর অত্যাচারের বিরুদ্ধে
উঠুক স্লোগান!
পাইকার মজুতদার যতোসব শঠতার শঠ,
সময় এসেছে আজ ওদের করো সবে বয়কট।।
0 মন্তব্যসমূহ