স্বপ্ন সরোবর।

স্বপ্ন সরোবর

গোধুলির আশ্বিনী আকাশে সপ্তরস্মির সাথে
মিশে গেছে ধুতির পাড়,
তীর্জক সিঁথী, সাথে সৌখিনি পাঞ্জাবী আর
হাতে শোয়েটার।

একটু পরেই বিদায় নেবে নিষ্ঠুর দিবাকর
আজো অভুক্ত নয়নের ক্ষুধিত উদর।
বিদ্রোহের মিছিলে চঞ্চল ভিতর বাহিরে,
সবুজ দু্র্বা বুনো-ফুল সুর তোলে সেই সুরে।

কেটে গেলো অমাবশ্যা পূর্ণিমা কতো চন্দ্র গ্রহণ
তবুও মেলেনি দেখা কাঙ্খিত সে গৌর বরণ।
দেখেছিলাম যামিনীর স্বপ্ন সরোবরে,
এই ঘাট এই পুকুর এই দুবলার চরে।।

অসীম কুমার মন্ডল
১২/০৫/২০২০



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..