তবুও ভালোবাসি
অসীম কুমার
.
আমি মোটেও অবাক হইনি সেদিন
তোমার এই চিঠি পেয়ে,
আসেনি শ্রাবনের অঝোর ধারা
আমার দু নয়ন বেয়ে।
অভিসাপে অভিসাপে জর্জরিত করে
বিষিয়ে তুলিনি ব্যার্থ মনকে,
একরাশ ঘৃনা আর সিমাহীন কলঙ্কের কালিও
ছুড়ে দেইনি তোমার দিকে।
.
আমিও যে তোমার মতো,
ভালোবাসি, অনেক অনেক বেশি,
জানিনা পরিমাপ,হয়তো সীমাহীন আকাশ,
হয়তো সাগরের জলের মতো, রাশি রাশি।
বাস্তবতার যাতাকলে পিষ্ঠ হয়ে,
জানি তুমি অনিচ্ছাতে ধরেছিলে অন্যের হাত,
আমি ছিলাম নিরুপায়, তাইতো আজো তোমার সুখ কামনা করি দিন রাত।
.
সব প্রেম কি পূর্ণতা পায়...?
প্রেমের স্বার্থকতা কি শুধুই মিলনে..?
প্রেম সে তো নিষ্পাপ,প্রেম সে তো অবাধ্য,
অপ্রতিরোধ্য, সময় কিংবা দূরত্বের ব্যবধানে।
যদি দেখা হয় কোনদিন পরিবার সমেত
কিংবা যৌবন পুরিয়ে বার্ধক্যের প্রভাতে,
সেদিন ও বলবো ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি শুধুই তোমাকে।
এ প্রেম সত্য এ প্রেম নিষ্কলঙ্ক
এ প্রেমে নেই শরীরের চাহিদা
এ প্রেম নিষ্পাপ, এ প্রেম অমূল্য
এ প্রেমে আছে শুধুই ভালোবাসা।।
0 মন্তব্যসমূহ