***** নেতার আশিস ******
অসীম কুমার মন্ডল ২৮/০৪/২০১৯ মন্টু গেলো নেতার বাড়ি সঙ্গে তারি ছেলে,
মিষ্টি মিঠাই বোঝাই করে হর্ষে হেলে দুলে;
ছেলে বলে, আজকে কেনো আনলে এতো মাল?
টাকার জন্য মাকে তুমি বকেছিলে কাল!
হাজার বল্লেও আমায় নিয়ে যাওনা ঘোষের বাড়ি!
আজকে কেনো আনছো এতো মিষ্টি ভরা হাড়ি?
বাবা বলে, ওরে খোকা বুজবি রে তুই কবে..?
সব সময়ে নেতাকে যে খুশি রাখতে হবে!
বাপ বেটাতে দুপুর বেলা হাজির নেতার বাড়ি,
বৌ গেছে তার বাপের বাড়ি শুন্য ভাতের হাড়ি।
ফ্রিজ হতে তাই নিজের হাতে দিচ্ছে নেতা খাবার,
মন্টু মিয়া আহ্ আহ্ করে করছে তাহা সাবাড়।
ছেলে বলে বাসি খাবার গন্ধ আসে তেড়ে,
খাবার খেলে মরবো আমি ডাইরিয়াতে পড়ে।
মরলে মরো তবু বলি খেতেই তোমায় হবে;
তুমি খাবার না খেলে যে নেতা রুষ্ট হবে!
চোখ বুজে খাও নাক বুজে খাও পাল্টাও মুখের ভাষা,
আমি যেমন খাচ্ছি আবার করছি যে প্রশংসা।
নেতার হাতেই জীবন মরণ নেতা যে ভগবান;
নেতার আশিস পেতে হলে করো তার গুনগান!
0 মন্তব্যসমূহ