**  দেখবো তোরা কি খাস! **
      স্বরবৃত্ত ৪+৪+৪+১/২

কৃষক হয়ে জন্ম যেনো
    আজন্ম এক পাপ,
কৃষি পন্যের দাম বাড়েনা
      নিত্য অভিশাপ।
সবার চিন্তা সবাই করে
    কৃষক কেবল বাদ,
কৃষক মেরে গড়বে সবাই
       অট্টালিকা ছাদ।
কঠোর শ্রমে রোদে পুড়ে
  ফলায় সোনার ফসল,
ফসল বেঁচে হিসাব কষে
  থাকে না তার আসল।
সার কিটনাশকের উর্ধ গতি
       চলছে বছর জুড়ে,
এক মন ধানে একজন মজুর
        মিলেনা গ্রাম ঘুরে।
ধান যেনো আজ সস্তা এমন
        জলের দরে মেলে,
জলের চেয়েও সস্তা যে ধান
        দেখি নয়ন মেলে।
কেউ দেখেনা চাষার দুঃখ
        অন্তর দিয়ে ভাই,
চাষা যখন বাদ দিবে চাষ
    করবি যে খাই খাই।
আসছে বছর করেছি পণ
 আর করবো না ধান চাষ,
ধানের জমি রাখবো ফেলে
  দেখবো তোরা কি খাস!!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সময় নিয়ে আমার ক্ষুদ্র লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

    উত্তরমুছুন

Featured Post

মেডেল চাই মেডেল..