পূর্ণিমার চাঁদ

পূর্ণিমার চাঁদ
অসীম কুমার মন্ডল

এমনো চাঁদনী রাত
যেনো এই জীবনে,
নাহি আসে ওগো প্রিয়
তুমি বিনে।
নিঠুর ও জোৎসনা
প্রাণে বিঁধে সেল সম,
ঘোর অমাবস্যায় তুমি
চন্দ্রিকা মম।

নিশীথের সাথে মোর
ইথারে পরিণয়,
অলোকের কুন্তল সম
তিমির বিচরয়।
পরশে পরশি প্রিয়
তমসি ধরায়,
আঁধারের অধরেই
খুঁজে পাই তোমায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..