পূর্ণিমার চাঁদ
অসীম কুমার মন্ডল
এমনো চাঁদনী রাত
যেনো এই জীবনে,
নাহি আসে ওগো প্রিয়
তুমি বিনে।
নিঠুর ও জোৎসনা
প্রাণে বিঁধে সেল সম,
ঘোর অমাবস্যায় তুমি
চন্দ্রিকা মম।
নিশীথের সাথে মোর
ইথারে পরিণয়,
অলোকের কুন্তল সম
তিমির বিচরয়।
পরশে পরশি প্রিয়
তমসি ধরায়,
আঁধারের অধরেই
খুঁজে পাই তোমায়।।
0 মন্তব্যসমূহ