অনুশোচনা

শিরোনামঃ অনুশোচনা
অসীম কুমার মন্ডল
৩.৫.২০২০

খামছে খুবলে ক্ষত বিক্ষত করার
অপরাধে ধরণি বিমাতা।
অভিযোগের অভিশাপ আর যন্ত্রণায় দ্বিচারিত।
উপেক্ষায় পড়ে রয় আমার অঞ্জলির ফুল।
শিউলি বেলীতে আর মধুময় করেনা বাতায়ন।

কোন দুুঃখ নেই, আছে বিশ্বাস।
আজো ভালোবাসি...
ত্রিসন্ধ্যা পূজি তোমায়।
জানি একদিন ভুল ভাঙবে।

দেখবে সেদিন... .
তোমার সে মাটিতে গড়েছি মহামায়া!
সে ভবানীকে মহাকাল দিচ্ছে পুষ্পাঞ্জলি!
নিজে ধন্য হবে তুমি বসুমাতা।
আর আমার অঞ্জলির উপেক্ষিত ফুলের জন্য
করবে অনুশোচনা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..