আমি তো প্রেম করবো না

আমি তো প্রেম করবো না
অসীম কুমার মন্ডল
(গীতি কবিতা)

আমি তো প্রেম করবো না
মিছে কেনো ডাকো মোরে ওরে ললনা।
তোমার ওই চাঁদ মুখ
দেখে কাঁপে এই বুক
নিজেকে হারাই আমি অজানার মাঝে।
এই তো আছি বেশ
বাঁধাহীন এই দেশ
খাই দাই ঘুরি ফিরি আপনো কাজে।
সাধ করে আর আমি বেড়ি পরবোনা....


প্রেম সে তো কঠিন ব্যামো
দেহ মাঝে অগ্নি সম
প্রেমো ফাঁদে পড়ে পুড়েছিলো চন্ডিদাস,
প্রেম সে তো আজব নেশা
কেউ বলে প্রেম সর্বনাশা
মেটেনি জীবন দিয়েও প্রেমিক মজনুর আশ।
আমি তো  চাইনা পেতে সেই  বিরহ যন্ত্রণা...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..