না খেয়েই থাক আরো কিছুদিন

 ------না খেয়েই থাক আরো কিছু দিন-----

           অসীম কুমার মন্ডল

           ১০/০৮/২০২০


ওদিকে নিয়ন আলোয় ঝলমলিয়ে উঠেছে 

রাজ প্রাসাদ।

রাজ ভোগের অপেক্ষায় কতিপয় দেবগন।


এদিকে শতশত মানুষের ঘামে আর ক্লান্তিতে 

শরীর জুড়ে নিঃশব্দের ক্রন্দন।

ওরা খাবার তৈরি করে চলেছে ;

অথচ বাঁচার জন্য দুমুঠো খাবার পাচ্ছেনা!


খাসনা, না খেয়ে থাক আরো কিছুদিন,

আরো  কিছুকাল!

খেয়েই বা কি করেছিস এতোদিনে?

আরো একটু ক্ষুধা লাগতে দে!

ক্ষুধার আগুন জ্বলে উঠুক শরীরের শিরা উপশিরায়

মস্তিষ্কের নিউরোন থেকে নিউরোনে।


তাতেও যদি জাগরণের চেতনা হয় তোদের ;

যদি দুহাত মুষ্টিবদ্ধ হয় দাসত্বের বিরুদ্ধে!

যদি দেবতার বুকে কুঠার মেরে ভাঙ্গতে পারিস

রাজা হীরকের শাসন।


প্রাণে প্রাণে আগুন জ্বলতে দে!

সে আগুনে আত্মহুতি দিক কিছু;

তবু যদি হয় শুভ বুদ্ধির উদয়, 

মরতে মরতেও যদি শিখিস মারতে!

যদি অর্জন করতে শিখিস নিজ অধিকার!


আর কতোকাল থাকবি দেবতার পদতলে?

এবার না হয় না ক্ষুধার আগুনেই মর!

তবুও যদি হয় শোষনের মুক্তি...!

খেয়েই বা কি করেছিস এতোদিনে..?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..