বিভাগঃ কবিতা
শিরোনামঃ আপন কেহ নাই
অসীম কুমার মন্ডল
২২/০৫/২০১৯
আমি যে এক জনম দুঃখী
আপন কেহ নাই,
দুঃখ কষ্ট ভাগ করিবো
বন্ধু কোথায় পাই!
মনের কষ্ট মনেই রেখে
একলা ঘুরি ফিরি,
সুখের লাগি কারো আঁচল
বৃথাই তালাশ করি।
ক্লান্ত দেহে দিনের শেষে
আদর কোথায় পাই,
মিষ্টি কথায় মন ভুলাবে,
কি ভাবি ধুর ছাই!
দুঃখের কথা বলে ভাবি
একটু হবো হালকা,
উল্টো ঘাড়ে উঠিয়ে দেয়
তারি দুঃখের উলকা।
রোজ রাতে তাই একলা কাঁদি
চাঁদকে নিয়ে সাথে
স্বজনেরা সুখেই আছে
হাসি মুখ প্রভাতে।।
0 মন্তব্যসমূহ