মিথ্যে অহং
অসীম কুমার
.
সকল অহং চুর্ণ হলো
তোমার কোলে এসে,
বিচিত্র সব অভিজ্ঞতা
নিলাম নতুন দেশে।

অশালীনের ভ্রান্ত মোহে
জেনেছিলাম যে কৃষ্ণাঙ্গকে,
সভ্য ওরা আমার থেকেও
আমরা কেবল পোশাকে।

ছোট্ট পোশাক, বার, ক্লাব
নেইকো ধরাবাধা,
তাই বলে কেউ প্রকাশ্যে
করেনা আত্ম চর্চা।

আমার দেশের নষ্ট চিত্র
দেখিনি শহর জুড়ে,
পার্কে লেকে ঝর্ণা ধারে
মুগ্ধ পথে ঘুরে ঘুরে।

রাস্তা জুড়ে চলছে গাড়ি
ভাংছে না কেউ সিগনাল,
নারী পুরুষ দিবা রাতি
চলছে সবাই সমান তাল।

নতুন কিছু শিখলাম আমি
এই বৃহৎ আফ্রিকায়,
সভ্য বলে মিথ্যে অহং
ভাঙলো আমার লজ্জায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..