ফিরে আসা

আমিও পড়েছিলাম গেরুয়া বসন।
গলায় রুদ্রক্ষের মালা;
স্বেত চন্দনের ফোঁটা সমস্ত শরীরে;
আমিষ আহার, বিলাস যাপন,
ত্যাগ করেছিলাম জীবনের যতো কামনা।
নিঝুম কুঞ্জে অশ্বথের নিচে
বসেছিলাম গভীর ধ্যানে।
শ্মশানবাসিদের করছিলাম আপন,
ধ্যান জ্ঞান শুধুই ইষ্ট দেবতা!

তবুও আমি মুক্ত হতে পারিনি প্রিয়া,
তোর নাগপাশে!
ভুলে যাই দেবতার মুখ,
তুই আসিস সম্মুখে।
কানে বাঁজে নুপুরের ঝংকার,
অবাধ্য চোখ খুঁজে ফেরে
তোর আলো ছায়া।
কি করে ভুলবো তোকে!
তুই যে আমার ইষ্ট দেবতা!
তাইতো আবার সংসারে
তোর কাছে ফিরে আসা।।

---অসীম কুমার
---০১/০৮/২০১৯
---ঢাক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..