ভাবি রাগ করবো

আমি বার বার ভাবি, একটু অভিমান করবো।
রাগ করে কথা বলবো না,
দেখাও করবো না তোমার সাথে।
বিশাক্ত নিকোটিন টেনে নিয়ে,তোমাকে তাড়িয়ে দিবো হৃদয় থেকে।
জ্যোৎস্না ভরা রাত কাটবে বিষন্নতায়।
ফুল ফুটে ঝরে যাবে অঝোরে।
তবুও আমি ফিরবো না তোমার কাছে।
চলে যাবে বসন্ত, 
ফুরিয়ে যাবে কোকিলের সুর।
হেমন্তের সাদামেঘে ভেসে আসবে শরৎ,
শিউলির গন্ধে  মাতবে ভূবণ,
তবুও আমি থাকবো অভিমান করে।
কিন্ত পারিনা।
 তোমার একটি ডাক, আমার পাহাড় সমান অভিমানকে বরপের মতো গলিয়ে দেয়। 
তোমার প্রসারিত বাহু বেষ্ঠনি আমাকে চুম্বকের মতো কাছে টানে।
তুমি এসে সামনে দাড়ালেই আমি ভুলে যাই সব রাগ অভিমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..