*****আত্মসমর্পণ*****
অসীম কুমার
হায়রে সমাজ টাকার পাগল,
টাকা থাকলে জ্ঞানী ছাগল,
সবাই মহতী সাজে;
বিদ্যা বুদ্ধি নেইতো ঘটে,
চরিত্র হীন রঙ্গীন বটে,
উলঙ্গ এই সমাজে।
কুকীর্তি সব হজম করে
সালাম ঠুকে নত শিরে
সততার হচ্ছে নিলাম,
অসৎ লোক আর দূর্নীতিবাজ
সেই সুযোগে করছে যে রাজ
প্রজন্ম তার দিচ্ছে দাম।
জ্ঞানে মানে মানুষ যারা
তারা তো আজ আত্মহারা
সমাজ দিয়েছে নির্বাসন,
জ্ঞানী গুনীর মূল্য নাই
টাকার কাছে হয়েছে তাই
সমাজের আত্মসমর্পণ।।
0 মন্তব্যসমূহ