*****বুলু*****
অসীম কুমার মন্ডল
রাতের বেলা ডাক শুনে যে, চমকে গেলো মন
বুলু ডাকে ঘেউ ঘেউ, ভীষণ জ্বালাতন।
ফটিক দাদা ভীষণ রাগি
বদমেজাজি বটে,
ঘুম ভেঙ্গে তাই মুগুর হাতে
বুলুর পিছে ছোটে।
ব্যার্থ হয়ে ক্লান্ত দেহে, ফিরে যখন ঘরে,
পিছন পিছন বুলু এসে, ডাকতে শুরু করে।
আবার ছুটে ফটিক দাদা
বুলু ছুটে আগে,
এমনি দাদা ছুটে ছুটে
সারা রাত্রি জাগে।
প্রভু ভক্ত বুলু যে তাই, উপায় নাহি পেয়ে
আপন জীবন রক্ষা করে, গ্রাম ছাড়া হয়ে।
ভোর বেলাতে দাদা যখন, গভীর ঘুমে ঘুমায়,
গ্রাম জুড়ে রাষ্ট্র হলো, চোর ঢুকেছিলো গায়।
হুড়মুড়িয়ে দৌড়ে দাদা
সিন্দুক পানে চায়,
সিন্দুকের ওই তালা ভাঙ্গা
দাদা তো হায় হায়।
বুজতে দাদার বাকি যে নাই,বুলু কেনো ডাকছিলো
চোর এসেছে ডেকে ডেকে, বুলু যে তাই বলছিলো।।
0 মন্তব্যসমূহ