কবিতা

*****জীবন্মৃত******
অসীম কুমার
২৩/০৯/১৯

আমি মরছি,
প্রতিটা মুহুর্তে আমি মরছি।
সকাল সন্ধ্যা দূপুর বিকাল;
প্রতিটা কদমে,
প্রতিটা কাজেই আমি মরছি।

এই যে এখন লিখছি,
সেও মরতে মরতে লিখছি।
চতুষবর্নের পোশাকের আড়ালে,
নিয়মের বেড়াজালে ধ্বংশ আমার স্বাধীনতা।
কঠোর প্রশিক্ষণে হারিয়েছি
হৃদয়ের কোমলতা।
দায়িত্বের কাছে হারিয়েছি আমার
স্বজন সংসার।

স্বপ্নবিহীন আশাহীন নীরব যন্ত্রণায় আমি মরছি।
অধীর ইচ্ছাকে গলাটিপে মারার যন্ত্রণায় মরছি।
মরার কষ্টের যন্ত্রণায় আমি মরছি,
আমি মরছি, মনের মধ্যে অপ্রকাশিত হিমালয় সরুপ কথার প্রচন্ড চাপে!

আমি মোমের বাতি,
নিজে জ্বলে আলো দিয়ে যাচ্ছি অকাতরে।
আমি বেদুইন,
বাস্তবে একাকী হলেও কল্পনায় আছে পরিবার আছে ছোট্ট সংসার।
আমি কারাবন্ধি,
যার স্বপ্নেরা উড়ে বেড়ায় খোলা বাতাসে
অথচ একটু ছুয়ে দেখতে পারিনা।
আমি খাটে শোয়া মৃত লাশ,
স্বজনের আত্মহারা কান্না শুনতে পাই কিন্তু এতোটুকু শান্তনা দিতে পারিনা।
আমি অচল বধির,
পারিনা প্রিয়ার ভালোবাসার আহব্বানে সাড়া দিতে।
আমি হতভাগ্য,
ছোট্ট ছেলেটার হাতধরে স্কুলে যাবার স্বপ্ন পূরণে আমি ব্যার্থ।
আমি প্রাণহীন, আমি স্পন্দনহীন,
এক যান্ত্রিক রোবট আমি!
আমি জীবন্মৃত এক সৈনিক।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..