***অমানুষের ভিড়***
অসীম কুমার
হঠাৎ করে একদিন বিধাতা কৌতুহলী হয়ে
পৃথিবীতে পাঠানোর আগে প্রাণকে
জিঙ্গেস করলো.....
-তুমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ নাকি খ্রিষ্টান হতে চাও...?
উত্তরে সে বল্লো....
আমি কোন ধর্মের হতে চাইনা,
চাইনা কোন বিভেদের বন্ধন।
আমি চাইনা ধর্মের নামে মানুষ মারতে
অসহায় মানবের ঘর লুটতে,
চাইনা রক্তের আবিরে হাত রাঙ্গিয়ে
তোমার অঞ্জলী দিতে।
যারা যুদ্ধকে ঘৃনা করে,
মানুষ নামে যাদের কোন বিভেদ নাই;
যারা মানুষ, আর মানবতাকে ভালোবাসে,
রক্ত দেখলেই যারা ভয়ে কেঁদে ওঠে,
যারা যানে শুধুই ভালোবাসতে!
আমাকে তাদের মাঝে পাঠিয়ে দিন!
তেমন মানুষ তো পৃথিবীর বুকে নাই...!
তবে আমাকে শালিক টিয়া অথবা
হরিণ শাবক করে পাঠিয়ে দিন,
যাদের কোন দল নাই, ধর্ম নাই, বিভেধ নাই।
নাই স্বজাতির হাতে নির্মম মৃত্যুর ভয়।
তবুও মানুষ করে পাঠিও না আমায়
ওই অমানুষের ভিড়ে!!
0 মন্তব্যসমূহ