অসীম কুমার মন্ডল
আসছে দাদা বুলবুল কান্ডখানা হুলস্থুল
সকাল থেকেই মেঘলা আকাশ,
বক উড়ে দিগ্বিদিক দুঃশ্চিন্তাতে নাবিক
উত্তাল সিন্ধু দমকা বাতাস।
জনমনে আজ ভয় কি জানি কিযে হয়
বেড়েই চলেছে সে লহর,
আসছে ধেয়ে বুলবুল পার হচ্ছে উপকুল
উৎকন্ঠায় কাটছে যে প্রহর।
তুমি বিনে আজ হায় নাহি কোন উপায়
ফরিয়াদ শোন পাতি কান,
জড়ো করি দুই হাত করেছি প্রাণিপাত
রক্ষা করো তোমার সন্তান।
0 মন্তব্যসমূহ