রাজার সুনাম

                ** রাজার সুনাম **
                অসীম কুমার মন্ডল
                    ০৫/০১/২০২০
হঠাৎ করে রাজার মাথায় ভাবনা এলো ভীষণ
     প্রজাগনে কম্বল দিবে মানবতার মিশন।

   রাজ্য সভায় রাজা যখন বাঞ্ছা দিলো শপে
    ধন্য ধন্য রবে তখন উঠলো সভা কেঁপে।

    যথা রীতি পাইক গনে করছে আয়োজন
   লাইন ধরে আসছে ওরা মিটবে প্রয়োজন।

 দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় নাইতো রাজার দেখা
   ক্ষুদা দেহে শীতের রাতে কাঁপে যে ঠকঠকা।

রাজার মেয়ের কান ফোঁটানো সেইতো উপলক্ষ্য
   মধ্য রাতে আসেন রাজা মেটাতে সেই সখ্য।

      দুর-বিদেশে ভেসে গেলো রাজার সুনাম
        মুখে মুখে ঘোরে ফিরে রাজার ইনাম।

 সকাল থেকেই কানা কানি উঠছে রাজ্য জুড়ে
কাল নাকি সব অ-ঘটন নেমেছে আঁকাশ ফুড়ে।

   ঠেলাঠেলি করতে গিয়ে মাথা ফেঁটেছে পাঁচ
কালুর মেয়ের কারা যেনো কেড়ে নিয়েছে লাজ।

     রক্ত ঝরে রামাকান্ত নিয়েছে চির বিদায়
রাজ্য জুড়ে চোরে নাকি করেছে তাদের সদায়।

    শুনে রাজা তেড়ে ওঠে হায় হায় কি কান্ড
    টাকায় কেনা সুনাম বুঝি হয়ে গেলো পন্ড।

       মন্ত্রী মশাই হেসে বলে শুনুন মহারাজ
হাজার লোকে মারা গেলেও ধন্য আপনার কাজ।

     চারি দিকে প্রচার হবে আপনার জয়ধ্বনী
     কালে কালে চাপা পড়বে গরীবের কাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..