**মুখ পোড়া চাঁদ**
অসীম কুমার মন্ডল
২০/০১/২০২০
ওহে মুখপোড়া চাঁদ!
এভাবে হাসছো কেনো?
কেনো বিদ্রুপ করছো আমার সাথে?
আর জ্বালিও না আমাকে।
এই ভরা জোৎস্নায় তাকে ভাবতে দাও।
শান্ত সরোবরে শিশির হয়ে ঝরতে দাও।
ভাসতে দাও আমাদের সাদা মেঘের ভেলায়।
তোমার এই অলক্ষুনে হাসি আমার
ধ্যান ভেঙ্গে দিচ্ছে।
লাজুক প্রিয়া বার বার চলে যাচ্ছে অন্তরালে।
তার অলোকের সুবাসে আমাকে
মাতাল হতে দাও।
তার নয়ন সমুদ্রে প্রেমের খোঁজে
আমাকে ডুবুরী হতে দাও।
তার ঠোঁটের উষ্ণতায় আমাকে পুড়ে যেতে দাও।
তোমার কামার্থ হাসিতে আমার
কোনো উৎসাহ নেই।
কেননা, হৃদয় জুড়ে যার অধীষ্ঠান ভালোবাসতে মাংসল শরীর সেখানে নিষ্প্রয়োজন।।
0 মন্তব্যসমূহ