Book Fair 2020/ বই মেলা ২০২০।

বইমেলার অন্যতম আকর্ষণ ব্যর্থ অভিমান। বইটিতে রয়েছে সমসাময়িক অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছান্দনিক প্রতিবাদ, রুপক ব্যঙ্গ, সামাজিক অবক্ষয়, প্রেম ও বিরহের শ্রেষ্ঠ সব কবিতা। আশাকরি পাঠকদের মন জয় করবে। বইটি পাওয়া যাবে হরিৎপত্র প্রকাশনীর ২০৯ নং স্টলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..