নিমন্ত্রণ

            নিমন্ত্রণ
       অসীম কুমার মন্ডল
           ০৩/ ০৩/ ২০২০

শীতের কুয়াশা      কাটিয়ে ধুয়াশা
            আসবে নতুন ভোর
সোনালীর দিন       সবুজের বিন
          খুলে দিবে সেই দোর।

খুলে ফেলে সব       পুরাতন শব
         গজাবে নতুন কিশলয়
বনজ প্রান্তর         গিরির কান্তার
        ভরবে নতুন শ্যামলায়।

এসো এসো ভাই      সবুজেরো ঠাঁই
     শ্যামল পিপাসা করিবে পূরণ,
সবুজের রাশি         দিগন্তের হাসি
     আসবে যখন প্রভাত কিরণ।

ফিরিও না মুখ        দূর হবে দুখ
       দেখিয়া বাংলার আচল,
যতোদুর যাবে      ও দৃষ্টি নীরবে
      মাঠ ভরা সোনা ফসল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..