নারী দিবস


.............নারী.............
   অসীম কুমার মন্ডল
       ০৮/০৩/২০২০

নারীর মাঝে মায়ের মূর্তি
নারীর মাঝেই বোন
নারীর মাঝে দেবী শক্তি
নারী মাঝেই ভুবন।

নারী মানেই বিষ্ময় কতো
বিধাতার এক সৃষ্টি
নারী মানেই শত রুপি
মেলেই দেখো দৃষ্টি।

নারীরা আজ পিছিয়ে নেই
কর্মে কিংবা যোগ্যতায়,
পৌছে গেছে আজকে দেখো
বিশ্ব সেরা উচ্চতায়।

তোমরা যতোই হেয় করো
করো নারীর অপমান
হাজার চেষ্টা করলেও কভু
হবেনা গো তার সমান।

তুমি যদি হও ফল তবে
নারী সেই ফুল
তুমি যতোই সাজাও ধরা
নারীই সৃষ্টির মূল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..