ভুল

                       ভুল
         অসীম কুমার মন্ডল
             ২৪/০৩/২০২০
কেমনে ছাড়িয়া যাবো ঘর সংসার
ভাবিতেই হস্ত পদ হয় যে অসাড়।
স্বাধের পালঙ্ক আর কতো আসবাব
টাকা কড়ি সোনাদানা নেই তো হিসাব।
অন্যায় করেছি কতো,হয়েছে নাখুশ
কতো না কষ্ট সয়েছি করেছি উপোস।
কাপড় পরিনি ভালো শুধু জমিয়েছি
ভালো খাবার থেকেও চোখ ফিরিয়েছি।
কতো শত মনো আশা করি সংবরণ
গড়েছি ধন সম্পদ হইয়া রাবন

কফিন আর খাটের এই সন্ধিক্ষণে
জীবনের লাভক্ষতি ভাবি মনে মনে।
টাকা কড়ি কোন কিছু নয় তো আমার
আমার শুধু চরিত্র আর ব্যবহার।
ছল চাতুরি কৌশলে করে উপার্জন
কোন কাজে এলোনা তো বৃথা মোর ধন।
চিতার আগুনে শেষ হবে মোর দেহ
আমাকে স্মরন করে কাঁদবেনা কেহ।
স্বজনেরা বাটোয়ারা কাজে হবে লিপ্ত,
ভুল, বড় ভুল করি আজ অনুতপ্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..