প্রকৃতির মুক্তি

              প্রকৃতির মুক্তি
       অসীম কুমার মন্ডল

আকাশে সাদা মেঘের বাহারি ছাউনি
কঁচি পতায় নেই আর পথের ধুলো,
রাজ পথের আকষ্মিক বিশ্রাম
উড়ছে স্বাধীন আজ পাখি গুলো।

সাগরের বুকে আজ নেই দখলদার
তীর জুড়ে গাঙচিলের কলরব,
বহুদিন পরে জলজেরা স্বাধীন
ক্রন্দিত ধরনী আজ স্বস্তিতে নীরব।

প্রকৃতি আজ পেয়েছে চির মুক্তি
দোপেয়ে জন্তুগুলো হলো ঘরবন্ধি,
কোভিড নাইন্টি নাইনের আগমন
প্রকৃতি আর তার যেনো শুভ সন্ধি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..