আড়ি......

                      আড়ি..
          অসীম কুমার মন্ডল

 দুচোখ পাকাইয়া    ঠোঁট বাঁকাইয়া
           রহিয়াছে মোর নারী,
  কথা না কহিয়া     ভীষণ রাগিয়া
             দিয়াছে সে আড়ি।

আজি এ প্রভাতে    ঘরের চুলাতে
           ওঠেনি ভাতের হাড়ি,
দিন কি গো যাবে    অনাহারে তবে
            ভাবি বিছানা ছাড়ি।

রবির ও কিরণ     বাড়িছে  দ্বিগুন
            সময়ের সাথে সাথে,
তার দুটি আঁখি     যেনো আগুন মাখি
           জ্বলিছে রবির সাথে।

কি জানি কি হয়     মনে জাগে ভয়
            যেনো সেই মহা চন্ডী
কোন ফুলে আজ    করি তার সাজ
          কেমনে সে ক্রোধ খন্ডি।

কোমল ও হৃদয়     ভরা আছে মায়ায়
              ও যে চপলা নারী,
ভালোবাসা ছাড়া    আর কোন মোড়া
         পারবেনা ভাঙ্গাতে আড়ি।

   দিন শেষে তাই    বাড়ি পানে ধাই
         হাতে নিয়ে আলতা চুড়ি,
আরো আছে সাথে    লাল নীল ফিতে
          তাজা গোলাপেড় কুড়ি।

   তাতেও সে যদি    থাকে নিরবধি
          মুখে নাহি ফোঁটে হাসি
  দুহাত বাড়িয়ে      গলাটা ছাড়িয়ে
  বলবো ভালোবাসি ভালোবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..