মানবোনা লকডাউন

...........মানবোনা লকডাউন..........
              অসীম কুমার মন্ডল

আমি মানবোনা কোন লকডাউন!
মানবোনা সামাজিক দূরত্বের বিধি নিষেধ।
আমি বস্তা কাঁধে ঘুরবো তোমাদের অলিতেগলিতে!
এই ঝালমুড়ি, ঝালমুড়ি বলে চড়বো গাড়িতে গাড়িতে!
আমি ইট ভাঙবো, আমি চায়ের কেটলি নিয়ে ঘুরবো পার্কে পার্কে।
আমি রিক্সা চালাবো,লেবারি করবো, জমিয়ে আড্ডা দিবো ফুটপাথে।
আমি ক্ষুধার যন্ত্রণা মেটাতে কুকুরের সাথে লড়বো ডাস্টবিনে।
তবুও; তবুও মানবোনা আমি তোমাদের লকডাউন!

আমি চাইনা তোমাদের সাবান শ্যাম্পু
চাইনা চাউলের বস্তা,
চাইনা তোমাদের কুৎসিৎ করুণার দান!
বিংশ শতাব্দিতে এসে তোমাদের মনে হলো;
ওরাও তো মানুষ..!
আজ তোমাদের প্রাণে জেগেছে মানব প্রেম।
তোমরা ভাবছো আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন নিয়ে।
বড্ড হাসি পায়, আজকের তোমাকে দেখে আর গতো কালের তোমাকে মনে করে।
বড্ড স্বার্থপর তোমরা, তোমরা বড্ড ছলনাময়ী,
নিজের নিরাপত্তার জন্য আজ এসেছো দুয়ারে।
আমাকে আটকিও না, আমি মনাবোনা তোমাদের লকডাউন।
আমি করোনার আলিঙ্গনে শাপ মুক্ত হবো।
তোমাদের বক্ষে করোনার আচড় দিয়ে
ভুলাবো তোমাদের মিথ্যে অহংকার।
মৃত্যু ভয় আর যন্ত্রণায় স্মরণ করবে
জীবনের  যতো অপকর্ম।
হৃদয়ে জাগাবো মানব প্রেম আর মানবতা!
তোমাদের বোঝাবো আমরাও মানুষ!
আমাদের ছাড়া তোমরা অচল!
তোমাদের বোঝাবো জীবনের মানে,
শোনাবো সাম্যের গান,
দূর হবে সব বিভেদ।
আমি মানবোনা লকডাউন।
আমি মানবোনা কোন বিধি নিষেধ।।

(প্লিজ ঘরে থাকুন সরকরি নির্দেশনা মেনে চলুন,
জেগে উঠুক মানবপ্রেম জয় হোক মানবতার)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..