প্রেম মানে বোঝো না।

তুমি প্রেম মানে বোঝোনা।
অসীম কুমার মন্ডল
১৬.০৪.২০২০
.
ঘুম ঘুম চোখে কাছে ডাকি;
তুমি আসোনা!
বেরোবো বলে বার বার ফিরে দেখি;
তুমি বলো যাও না....!
বুনো ফুল তুলে গুজে দিই খোঁপায়;
তুমি হাসোনা!
হাত ধরে হাঁটতে চাই;
তুমি লাজে বাঁচোনা!
কপালে কালো টিপ খুঁজি ;
তুমি পরোনা!
এলো চুলের সুবাস নিই;
তুমি বলো সরোনা!
অহেতুক হাসতে বলি ;
তুমি হাসোনা!
সত্যিই তুমি প্রেম মানে বোঝোনা!

অসীম কুমার মন্ডল
ডুমুরিয়া খুলনা বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..