ফিরে এসো
অসীম কুমার মন্ডল
১৫/০৮/২০২০
কে বলে থেমে গেছে যুদ্ধ
দেশ হয়েছে স্বাধীন,
আজো দেখি হায়েনার ছোবল
আমরা তাদের অধীন।
১৫ই আগষ্ট তারা প্রথম
করেছিলো আত্মপ্রকাশ,
জাতির পিতাকে স্বপরিবারে
করেছিলো নাশ।
সেই হতে আজো চলছে
তাদের বর্বর উল্লাশ,
স্বাধীনতার আড়ালে আমাদের
পরাধীন বসবাস।
আজো সেই জুলুম নির্যাতন
ধর্ষণ অবিচার,
হে মুজিব ৭১এর যুদ্ধ যে
আরো একবার দরকার।
কোথায় তোমার সেই হ্যামেলিয়নের
জাদুমাখা কন্ঠ,
কোথায় তোমার ঘন অন্ধকারে
তর্জনীর লন্ঠ?
কোথায় তোমার মোটা ফ্রেমের
কালো চশমা,
এসে দেখো তোমার অপেক্ষায় দাঁড়িয়ে
লক্ষ লক্ষ শান্তিকামী জনতা!
কতো নেতা এলো গেলো
গেলো কতো রাষ্ট্র নায়ক,
তোমাকে চাই বারংবার
ওহে রেসকোর্সের গায়ক!
নেতাহীন নেতৃত্বহীন পিতৃহারা
এক জাতি অসহায়,
কেমনে ঘুমাও তুমি শেখ মুজিবুর
ওই মাটির বিছানায়?
কতোটা আগুন চাই তোমার,
কতোটা বারুদ চাই;
আগুনের লেলিহান শিখা বুকে নিয়ে
যুগ যুগ ধরে কেবল তোমারি অপেক্ষায়!!
----- সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা।
1 মন্তব্যসমূহ
খুব ভালো লাগছে।
উত্তরমুছুন