বিভাগঃ কবিতা
শিরোনামঃ একাকী জ্যোৎস্না (সনেট)
অসীম কুমার
.
গভীর নিশিথে শুনি জোনাকির গান
পূর্ণিমা রাতে একাকি বসি জানালায়
দখিনা বাতাসে ভাসে শিউলির ঘ্রাণ
আঁধার গিয়েছে টুটি ভরা জ্যোৎস্নায়।
গাছের মাথায় চাঁদ রূপোর দানায়
গুটি গুটি তারা গুলো ঘিরে আসমান
লুকোচুরি লুকোচুরি মেঘের পাখায়
তুমি বিনে নিশি যেনো যন্ত্রণা সমান।

তোমারি তরে ব্যাকুল মোর শূন্য হিয়া
প্রতিটি পূর্ণিমা কাটে কেবলি প্রতিক্ষা
কেমনে বোঝাই বলো সহেনা অপেক্ষা!
শয়নে স্বপনে তুমি, শুধু তুমি - প্রিয়া।
মধুর লগনে মন ভাবিয়া তোমারে
গুন গুন সুর তোলে হৃদি আত্মহারে।।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Featured Post

মেডেল চাই মেডেল..